মঙ্গলবার সন্ধায় র্যাব-১২, সিপিসি-২ পাবনা র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে ‘‘পাবনা সদর থানাধীন টিকরী পাঁকা রাস্তার উপর’’ অভিযান পরিচালনা করে আসামী আব্দুল হালিম নামে এক যুবককে (৩৭) গ্রেফতার করে। আসামীর নিকট হতে ৩৯৩পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট,নগদ ৫৬০০/=টাকা ও ১টি মোবাইল উদ্ধার করে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজের হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন