মজিব বর্ষ উপলক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পথচারী, দুঃস্থ ও শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৫ শত কম্বল বিতরণ করেন চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম তপন। কম্বল বিতরণ অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন পূর্নিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রাশেদুল হাসান রাশেদ, পরিষদ সচিব মোঃ আমিনুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আব্দুর রব, মোঃ মোহন আলী, মোঃ মুছা প্রামাণিক ও নারী সদস্য মোছাঃ মাফিয়া খাতুন প্রমুখ।
পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের প্রায় ৫ শত দুঃস্থ, অসহায় ও শীতার্ত লোকজনের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।
#চলনবিলের আলো / আপন