গ্রেপ্তারী পরোয়ানা মূলে নওগাঁর রাণীনগরে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার একডালা ইউনিয়নের পাঁচুপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানা সূত্রে জানা যায়, একটি মামলার গ্রেপ্তারী পরোয়ানা মূলে একডালা অস্থায়ী পুলিশক্যাম্প ইনচার্জ এএসআই জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে পাঁচুপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় ওই গ্রামের নুর মোহাম্মদের ছেলে সাইদুল ইসলাম (৪৫), মোজাম্মেল হোসেনের ছেলে জিল্লুর রহমান (৩৫) ও সাইদুল ইসলামের ছেলে নাইম হোসেন (২৫) কে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো: শাহিন আকন্দ জানিয়েছেন ।
#চলনবিলের আলো / আপন