শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শত্রুর চক্রে বৃক্ষ নিধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৬ জুন, ২০২০

নাঈম ইসলাম বাঙালি (তাড়াইল) কিশোরগঞ্জঃ-

কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলায় সিংধা গ্রামে শত্রুর কুচক্রে রাতে বৃক্ষ নিধন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এ গ্রামে সরকারি অনুদানে নতুন কাঁচা রাস্তা করা হয়। আর এ রাস্তাতে সকলেই যার যার নিজস্ব ভূমির পালানে যতটুকু রাস্তা পড়েছে ততটুকু জাগায় রাস্তার পাশে তাঁরা বৃক্ষ রোপণ করেছে। কিন্তু গ্রামের লোকজন হঠাৎ সকালে ঘুম থেকে উঠে দেখে যে, এ ছোট ছোট গাছগুলো কে জানি কেটে দিয়েছে!সেখান থেকে জানা যায় এখানে মোট ৮ টি গাছ কাটা হয় আর এ গাছের মালিক হলো তিন জন যথা মোতালিব হোসাইন, মোঃ আশিদ মিয়া ও মোঃ আলাউদ্দিন। সমাজের সচেতন মহল বলেন, গাছ আমাদের পরম বন্ধু।

 

এ গাছগুলো আমাদের অনেক ভাবে উপকার করে থাকে ও আমাদের অক্সিজেন জোগাড় করে দেয়।আমাদের সামাজিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ গাছ। সমাজে সকলের উপকারের একটি প্রতীক। কিন্তু আজ এ গ্রামে অপ্রয়োজনীয়ভাবে গাছ কাটা হয়েছে এটি একটি আইনগত ও সামাজিক অপরাধ। এসব কাজ করা মানুষের পরিচয় বহন করে না। সমাজের সচেতন মহল তাদেরকে তীব্র নিন্দা জানাচ্ছে। কিন্তু কে এ কাজগুলো করেছে আদৌ কোনো সঠিক তথ্য পাওয়া যায় না।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আরোপিত (বৃক্ষ নিধন ২০১২) নামে একটি আইন চালু রয়েছে। যেখানে অপরাধীকে শাস্তি ও জরিমানার বিধান করা হয়েছে। সচেতন মহল বলেন অবশ্যই, এ গাছের শত্রুকে যদি চিহ্নিক করা যায়, তাহলে অবশ্যই তাকে এ আইনে দন্ডায়মান হতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।