শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসলামে শিশুর সুন্দর নাম রাখার গুরুত্ব – মাওলানা :শামীম আহমেদ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২

চিনে, সম্বোধন করে, পরিচিতি লাভ করে। নাম যেহেতু মানবজীবনের অপরিহার্য অংশ, তাই প্রতিটি নবজাতকের সুন্দর নাম রাখা প্রয়োজন।

রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান ভূমিষ্ট হওয়ার পর চাই তা ছেলে বা মেয়ে যাই হোক, পিতা মাতার দায়িত্ব হলো সপ্তম দিনের মধ্যে একটি সুন্দর অর্থবোধক নাম রাখা। নামের মধ্যে আল্লাহর দাসত্বেবোধক অর্থ প্রকাশ পায়, এ ধরনের নাম রাখা উত্তম।

হাদীস শরীফে বর্ণিত হয়েছে- তোমাদের নামগুলোর মধ্যে আল্লাহ তাআলার কাছে সর্ব উত্তম নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লামা তাবরানী এ হাদীসের ব্যাখ্যায় বলেন, যেসব নামে আল্লাহর দাসত্ববোধক অর্থ প্রকাশ পায়, সেসব নামই আল্লাহর কাছে অধিক প্রিয়। হাদীসে নবী রাসুলদের নামানুসারেও নাম রাখার কথা বলা হয়েছে। সেই সঙ্গে পাপী, মুশরিক কিংবা ফাসিকদেরও নামানুসারে নাম রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে এবং নামের ক্ষেত্রে এমন অর্থ না নেওয়া যা মানবীয় চরিত্রে অশোভনীয়। কারণ নামের প্রতিক্রিয়া সন্তানদের চরিত্রে প্রতিফলিত হয়, এমনকি বংশানুক্রমে তা বিস্তার লাভ করে।

আব্দুল হাদীদ ইবনে জুরাইন ইবনে শায়রা রহ. বলেন, একবার আমি হযরত সাঈদ ইবনে মুসাইয়্যেব রহ. এর কাছে বসা ছিলাম। তখন তিনি আমাকে বললেন, তাঁর দাদা হাজন একদিন রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? জবাবে বললেন, আমার নাম “হাজন” রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তোমার নাম “সাহল ” আমার দাদা বললেন, আমার বাবা আমার যে নাম রেখেছেন আমি তা পরিবর্তন করব না। ইবনে মুসাইয়্যেব বলেন, এর পর থেকে আমাদের পরিবারে কঠোরতা চলে আসছে। অপরিপক্ব শিরক, কুফর মিশ্রিত বা এ জাতীয় নামে সংশোধনী আনা আবশ্যক। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন তোমাদিগকে তোমাদের নাম এবং তোমাদের বাবার নামগুলোতেই ডাকা হবে। সুতরাং নিজের ভালো নাম রাখবে।

তাই রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন সাহাবীর শরীয়ত বহির্ভূত বা অসমীচীন নামগুলো পরিবর্তন করে দিয়েছেন। যেমন হযরত যায়নব রাযি. এর পৃর্ব নাম ছিলো বাররা। রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিবর্তন করে যায়নব রেখেছেন। কারণ বারকরা অর্থ পূণ্যবান, যা আল্লাহই বেশি জানেন কে অধিক পূণ্যবান।

তাই আমাদের শরীয়ত বহির্ভূত নামগুলো সংশোধন এবং নবজাতকের নাম নির্বাচনে সুন্দর অর্থবোধক শব্দ চয়ন করা জরুরী। আরবী দেখলেই ইসলামি নাম ভেবে, কিংবা কুরআনে ব্যবহার করা হলেই নির্বিচারে নাম না রাখা চাই। বুঝে শুনে নাম রাখতে হবে। বর্তমানে আধুনিক শিক্ষিত অনেক মুসলমান যুবক বিজাতীয়, নাস্তিক দার্শনিক ও কবি সাহিত্যিকদের নামানুসারে নিজেদের নাম রেখে গর্ববোধ করে থাকে। এটা একদমই ঠিক নয়।অনুরূপভাবে কারো ভালো নামকে বিকৃত করে বা ভালো নাম বাদ দিয়ে অন্য কোন খারাপ নামে কাউকে ডাকা জায়েয নেই।

কুরআনে কারিমে বলা হয়েছে, হে মুমিনগণ তোমাদের কেউ যেন অপর কাউকে উপহাস না করে, কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। কোনো নারী অপর নারীকে যেন উপহাস না করে, কেননা সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরকে দোষারোপ করো না এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা গুনাহের কাজ। যারা এই সমস্ত কাজ থেকে তাওবা করে না তারাই জালেম (সূরা হুজুরাত )

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।