মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মিথ্যে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোল্লা ফারুক হাসান ও তার স্বজনরা।
রবিবার (২৩ জানুয়ারি) বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মহিবুল হাসান ছয়জন আসামির মধ্যে সাংবাদিক মোল্লা ফারুক হাসান (২৪) তার বোন বেবী বেগম (২৬), বোন জামাতা লিটন সরদার (৩০), বোনের শশুর (লিটন সরদারের পিতা) মোঃ সিরাজ সরদারকে (৬৫) বেখসুর খালাস প্রদান করেন। বাকী দুই আসামি উজিরপুর উপজেলার জল্লা গ্রামের মৃত আশ্রাফ আলী সরদারের পুত্র সিফাত সরদার (২২) ও গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লার মৃত রশিদ মোল্লার পুত্র আরিফ মোল্লাকে (২৮) এক বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
আদালত সুত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৪ জুলাই গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আসাদুজ্জামান খান বাদী হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার তৎকালিন এসআই মোঃ সগীর হোসেন নয়জনের স্বাক্ষ্য গ্রহন শেষে বিজ্ঞ আদালতে আসামিদের অভিযুক্ত করে চার্জশীট দাখিল করেন। আসামি পক্ষের আইনজীবি ছিলেন এ্যাডভোকেট সাইয়েদ উদ্দিন আহম্মেদ (মধু) ও এসএম রফিকুল ইসলাম।
মিথ্যে মামলা থেকে অব্যহতি পাওয়া সাংবাদিক মোল্লা ফারুক হাসান বলেন, গৌরনদী মডেল থানার তৎকালীন ওসির নানা অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করায় আমাকে হয়রানি করার জন্য আমার ছোট ভাই, বোন, বোন জামাতাসহ পাঁচজনকে মিথ্যে মাদক মামলায় আসামি করা হয়েছিলো।
#চলনবিলের আলো / আপন