নগরীর বাজার রোডস্থ গগনগলির দুলাল ক্যামিক্যাল ওয়ার্কস নামের একটি জর্দ্দা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
এসময় বিপুল পরিমান নকল (ঢাকা জর্দ্দা) উদ্ধার করে বিনষ্টসহ কারখানার মালিক দুলাল বাবুকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে ভোক্তা অধিকারের জেলা সহকারী পরিচালক শাহ মোহাম্মদ শোহাইব মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে ওইদিন বিকেলে অভিযান পরিচালনা করা হয়। একইদিন নগরীর কাকলী মোড় মেহেন্দীগঞ্জ দধি ঘরে অভিযান চালিয়ে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন