রবিবার , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিলুপ্তির পথে গ্রামীণ শষ্যগুদাম ‘গোলা’

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২

‘গোলা ভরা ধান,গোয়াল ভরা গরু’ অবহমান বাংলার কাব্যিক চরন। যা বর্তমানে প্রবাদ বচন। গোলা বা কৃষকের শষ্যগুদাম এক সময় গ্রামের সম্ভ্রান্ত কৃষকের উঠোনে উঠোনে শোভা পেলেও এখন সেটা বিলুপ্তির পথে। পূর্বপুরুষদের ঐতিহ্যকে ধরে রাখতে বাড়ির উঠানে এখনো কেউ কেউ এই গোলা রেখে দিয়েছেন। এক সময় গ্রাম-গঞ্জের কৃষক তাঁর উৎপাদিত ধানসহ অন্যান্য ফসল সংরক্ষনের জন্য বাড়ির উঠোনের এক কোনে একটু উঁচু জায়গায় গোলা স্থাপন করতেন। যাদের জমির পরিমাণ একটু বেশি তারা ধানসহ অন্যান্য ফসলাদী সংরক্ষেণের জন্য এই গোলা ব্যবহার করতেন।
নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের রাবারড্রাম এলাকার কৃষক মো. হাসান আলী (৬২) বলেন, ‘এক সময় মাঠ ভরা ধান, গোয়াল ভরা গরু, আর গোলা ভরা ধান গ্রামের সম্ভ্রান্ত গেরস্থ্যের পরিচয় বহন করতো। সভ্যতার বিবর্তন আর আধুনিক কৃষি সংরক্ষন পদ্ধতি আবিস্কারের ফলে হারাতে বসেছে গেরস্থ্যের ঐতিহ্যবাহী ধানের গোলা। আমরা পুর্বপুরুষদের ব্যবহৃত সেই ধানের গোলা এখনও স্মৃতি চিহ্ন হিসাবে রেখে দিয়েছি।’

গুরুদাসপুর পৌর সদরের আনন্দনগর গ্রামের কৃষক আহাদ আলী বলেন, বাঁশ দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরী গোল আকৃতির কাঠামোই গোলা। গোলাকৃতির কাঠামোতে এঁটেল মাটির মন্ড তৈরি করে ভেতরে সে মাটির প্রলেপ লাগিয়ে রোদে ভালোভাবে শুকিয়ে তার উপরে পিরামিড আকৃতির টিনের চালা দিয়ে বিশেষ উপায়ে তৈরি করা হতো এই গোলা। কৃষক তার উৎপাদিত ফসল প্রথমে রোদে ভালোভাবে শুকিয়ে গোলায় সংরক্ষন করতেন। ছোট বড় মানভেদে এসব গোলায় ১০০ থেকে ৩০০ মণ ফসল সংরক্ষণ করা হতো। প্রয়োজন অনুযায়ী সে ফসল বের করে নিজে ব্যবহার কিংবা বিক্রি করতেন। সেই সময় এক একটা গোলা তৈরীতে খরচ হতো ১২ থেকে ১৫ হাজার টাকা। গোলা নির্মাণ করার জন্য বিভিন্ন এলাকায় আগে দ¶ শ্রমিক ছিল। এখন এই পেশাটিও হরিয়ে গেছে। বাধ্য ও সহজলভ্য হওয়ার কারনে এখন আমরা চট বা পলিথিনের বস্তায় ভরে কোন সময় প্লাষ্টিকের ড্রামে ভরে ফসলাদি সংরক্ষন করি।

আব্দুলপুর সরকারী কলেজের ভুগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক হাসেম আলী জানান, পারিবারিক ঐতিহ্য টিকিয়ে রাখতে গোলা ঘরটি তারা টিকিয়ে রেখেছেন। তিনি আরও জানান, সত্তর-আশির দশকের দিকে ওইসব ধানের গোলা কৃষক ও সাধারণ মানুষের কাছে জনপ্রিয় ছিলো। আধুনিকতার ছোঁয়া লেগেছে মানুষের পারিবারিক ব্যবহার্য উপকরণে। কৃষি ফসল সংরক্ষন উপকরনগুলো সহজলভ্য ও টেকসই হওয়ার কারনে সাধারন মানুষ এটাকে সাদরে গ্রহন করছে। ফলে প্রযুক্তির দৌড়ে টিকতে না পেরে গোলা এখন বিলুপ্তির পথে। তবে দেশের বিলুপ্তপ্রায় গোলা ঘর টিকিয়ে রাখতে কৃষি বিভাগের এগিয়ে আসা উচিৎ।

গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ বলেন, বর্তমান সময়ে কৃষকদের আবাদি ও বসবাসের জমির পরিমান কমে যাওয়া, গোলা তৈরিতে জায়গা বেশি লাগা, গোলাকে বায়ুরোধী রাখতে না পারা, গোরা নির্মান ও সংরক্ষন খরচ বেশি, পোকা ও রোগের আক্রমণের সম্ভবনা থাকার কারনে ধানের গোলা এখন গুদাম ঘরে পরিণত হয়েছে।

সময়ের কাছে ঐতিহ্য হারাতে বসা কৃষকের গোলার স্থান দখলে নিয়েছে আধুনিক গুদাম ঘর। সেখানে কৃষকের উৎপাদিত শত শত মন ফসল সংরক্ষন করা সম্ভব হচ্ছে। তার পরেও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষদের উৎপাদিত ফসল সংক্ষনের সহজলভ্য মাধ্যম বাঁশের চাটায়ের তৈরী ডোল বা ঘেড়। বিলুপ্তপ্রায় গোলা টিকিয়ে রাখতে প্রয়োজনে সরকারী সহযোগীতার দাবী কৃষি সচেতন মহলের।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।