রবিবার , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুরে ভাঙ্গা কালভার্টে ৬ গ্রামবাসীর চরম দুর্ভোগ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২

নাটোরের গুরুদাসপুর পৌর সদরেরর আনন্দনগর মহল্লায় বক্স-কালভার্টের স্লাবের অর্ধেক অংশ ভেঙ্গে পড়ায় চরম দুর্ভোগে রয়েছেন ওই এলাকায় চলাচলকারী জনসাধারণ। বিকল্প সড়ক না থাকায় ঝুকিপূর্ণ ওই কালভার্ট দিয়েই জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন।
সোমবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, পৌর সদরের ৯নং ওয়ার্ড আনন্দনগর মহল্লার সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের উত্তর দিকে হ্যারিংবন্ড রাস্তার আব্দুল মতিনের বাড়ির সামনের কালভার্টটির উপরের স্লাব ভেঙ্গে বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাটির বস্তা ফেলে ঝুকি নিয়ে চলাচল করলেও যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। ক্ষতিগ্রস্থ কালভার্টটি ওই এলাকার বাঘমারা বিলের পানি প্রবাহের একমাত্র মাধ্যম ও ৬টি গ্রামের কৃষকের উৎপাদিত ফসল আনা নেয়ার রাস্তায় অবস্থিত। কালভার্টের স্লাব ভেঙ্গে পড়ায় আনন্দ নগর, কালাকান্দর, খুবজীপুর, খলিফাপাড়া গ্রামের কৃষক ও কৃষি শ্রমিকরা ওই এলাকার মাঠের জমির ফসল উৎপাদন ও ঘরে তোলা নিয়ে বিপাকে পরেছেন।
কালাকান্দর গ্রামের কৃষক মোবারক হোসেন জানান, বাঘমারা, বাহান্ন বিঘা, লজরের খাপালসহ ৫/৬টি মাঠের অন্তত ২ হাজার বিঘা জমির উৎপাদিত ফসল ওই পথেই আনা নেয়া করা হয়। কালভার্টটি ভাঙ্গা থাকায় যানবাহন চলাচল, জমি চাষ, ট্রাক্টর, ট্রলি, সেচযন্ত্র পরিবহন এমনকি হাটা চলাচলেও বিঘ্নসৃষ্টি হচ্ছে। জীবনের ঝুকি নিয়েই চলাচল করতে হচ্ছে তাদের।

আনন্দনগর মহল্লার কৃষক শফিকুল ইসলাম বলেন, দুই বছর আগে পুকুর খননের মাটি বহনের অভারলোড ট্রাকের কারনে কালভার্টটি ক্ষতিগ্রস্থ হয়। তারা সংস্কার করে দেওয়ার কথা বলে সংস্কার না করেই চলে গেছে। এতে স্কুলগামী শিশুসহ কৃষি শ্রমিকদের চলাচলে বিঘ্ন ঘটছে।
এ বিষয়ে পৌর মেয়র শাহনেওয়াজ আলী জানান, কালভার্টের দুরাবস্থার বিষয়টি তিনি অবগত। তার পরামর্শে পৌর প্রকৌশলী সরেজমিন পরিদর্শন করে এসেছেন।। আগামী টেন্ডারে সংস্কার কাজ অন্তর্ভুক্ত করে জনদুর্ভোগ লাঘব করা হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।