পাবনার আটঘরিা উপজেলার রামনগর গ্রামে একটি মেছোবাঘকে আটক করেছে এলাকাবাসি। গত ২১ জানুয়ারি বিকালে শাহেদ আলী কলাবাগান থেকে মেছোবাঘটি আটক করা হয়। পরে জেলা বনবিভাগের সহযোগিতায় ওই মেছোবাঘকে পুলিশ ও এলাকাবাসি উপন্থিতিতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, ওইদিন বিকালে শাহেদ আলী তার রোপনকৃত কলাবাগনে কলা কাটছিলেন। এসময় কলা গাছের ঝোপ থেকে একটি মেছোবাঘ তাকে লক্ষ করে ফস করে উঠে। তাৎক্ষনিক শাহেদ আলী বাঘ বাঘ বলে চিৎকার দিলে এলাকার লোকজন ছুটে এসে দ্রুত জাল দিয়ে মেছোবাঘটি আটক করেন।
পরে পাবনা বনবিভাগকে জানানো হলে তারা অন্যান্য মেছোবাঘ আছে বলে দাবি করে আটককৃত মেছোবাঘটিকে বাঁচানোর জন্য উক্ত স্থানে সন্ধায় ছেড়ে দেওয়া হয়।
#চলনবিলের আলো / আপন