সোমবার , ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভালো থাকুক দেশ,ভালো থাকুক মানুষ – সাজিদুর রহমান সুমন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২

কোন এক সময় বাংলাদেশের মানুষ ১০/১৫ টাকা চাউল,৮/১০,টাকায় আঁটা,১৫/২০টাকায় ডাউল,১৫০/২০০ টাকায় মোটা মাংস,খুব কম মূল্যে সবজি কিনে খাইতো।
তখন চাষিরা কম মূল্যে কম সার বা কীটনাশক কিনে জমিতে ব্যবহার কইরা অধিক ফসল ফলাইতো,তখনকার সময়ে মানুষ দিনে ৭/৮ঘন্টা কাম কইরা ১৫০/২০০টাকা রোজগার কইরা, বসন্তকালে খালি গায়ে গাছের ছায়াতলে শুইয়া আরাম কইরা ঘুমাইতো।
মানুষের মধ্যে সম্পর্ক আর সম্মান রক্ষার প্রবনতা খুব বেশি দেখা যাইতো।
মানুষের মধ্যে ছিলনা কোন আধুনিক সভ্যতার প্রতি অধিক লোভ লালসা।৫০০০টাকার সাধারণ মোবাইলে ১০/১৫ টাকা মিনিট কথা বইলা ফুরফুরা মেজাজে ঘুইরা বেরাইতো।
সর্দি জ্বর কাশি হইলে গাছের পাঁকা তেতুল,তুলসিপাতা আর গরম পানি নিয়ম কইরা খাইয়া সুস্থ হইয়া যাইতো।
তখন মানুষের মাঝে সম্মান ভালোবাসা বেশি ছিলো,
রাইত হইলে কেউ ধর্মীয় ওয়াজ নসিহত শুনতো আবার কেউ লালন,রবীন্দ্র,নজরুল,ভাটিয়ালী সংগীত শুনতে-শুনতে ঘুমাইয়া যাইতো।
ফুটবল,হাবুডুডু,বদন,গোল্লাছুট সহ বিভিন্ন খেলায় মজিয়া রইতো,মানুষে তখন ১০ টাকায় সিনেমা হলে সিনেমা দেখতে ১৫/২০কিলোমিটার হাইটা গিয়া বিনোদন নিত।
সে সময় খুব বেশি দূরে চইলা যায় নাই,২০০৪/৫ সালের কথা।

আর এখন মানুষ ৫০/৭০টাকায় চাউল,৩৫/৪০ টাকায় আঁটা,১২০টাকায় ডাউল,৭০০/৮০০টাকায় মোটা মাংস আর ৭০/৮০টাকায় সবজি কিনে খাইয়া,আধুনিক সভ্যতায় বিলাসি জিবন যাপনের স্বপ্ন দেখতে গিয়া সম্মান আর ভালোবাসা হারায়ে ফালাইছে।
৩০০/৪০০টাকা ইনকাম কইরা বাজারে গিয়া ১০০০টাকার বাজার কইরা আইনা পরিবারের সামনে বইলা ফেলে বাজারে সবকিছুর দাম বাইড়া গেছে,
তাই প্রেশারের ওষুধ,পোলার খাবার,আর মায়ের ডায়াবেটিস এর ওষুধ আর আনতে পারি নাই,
এখন মানুষের রোগ হইলে টাকার অভাবে চিকিৎসা করাইতে পারে না,
বসন্ত কাল এখন আকালে(অভাবে)কাইটা যায়।
এখন মানুষ ১৬ঘন্টা কাম কইরা সংসার চালাইতে হিমশিম খায়। মানুষ মানুষেরে অমানুষ মনে কইরা দূরে ঠেইল্যা দ্যায়।
“এখন মানুষের মনে শান্তি নাই,ভ্রাতৃত্ববোধ নাই,প্রেম নাই,ঐক্য নাই”
আসলে এগুলো থাকবো কেমন কইরা দেশের মধ্যে শাসন নিয়ম শৃঙ্খলা বইলা কিছুই নাই!
যেখানে মানুষের মধ্যে দেশপ্রেম নিয়ম শৃঙ্খলা,আইন-আদালত বিচার বইলা কিছু থাকে না,সেদেশ চিড়িয়াখানা ছাড়া কিছুই না।

ভালো থাকুক দেশ,ভালো থাকুক মানুষ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।