পাবনার ভাঙ্গুড়ায় ৫ লিটার দেশী মদসহ মানিক হোসেন নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। মানিক হোসেন উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের হরিহরপুর গ্রামের মো: ইউনুস আলীর (উটকন) ছেলে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী।
ভাঙ্গুড়া থানার এসআই মুরাদ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার (২১জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অভিযান চালিয়ে অষ্টমনিষা বাজার এলাকা থেকে ৫ লিটার দেশি মদসহ মানিক হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, মানিক হোসেন অষ্টমনিষা ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী সমর্থক এবং দীর্ঘদিন যাবৎ মাদক সেবনের পাশাপাশি মাদক (দেশী মদ) বিক্রি করে আসছিল।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. ফয়সাল বিন আহসান বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আগামীকাল জেল হাজতে প্রেরণ করা হবে।
চলনবিলের আলো/আপন