হতদরিদ্র শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে।বড়াইগ্রাম উপজেলা পরিষদের উদ্যোগে অসহায় গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
বৃহস্পতিবার(২০জানুয়ারি) নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩নং জোনাইল ইউনিয়ন পরিষদ চত্বরে সুবিধাবঞ্চিত শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২০০ জন সুবিধা বঞ্চিত অসহায় পরিবারের মাঝে কম্বল শীতবস্ত্র বিতরণ করা হয়। সভাপতিত্ব করেন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মারিয়ম খাতুন।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নাটোর জেলা শাখার আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
বিশেষ অতিথি বড়াইগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা, এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বড়াইগ্রাম উপজেলা শাখার মাদকবিরোধী নাগরিক কমিটির সভাপতি মোঃ আব্দুস সোবাহান পরামানিক, বনপাড়া পৌর শাখার আওয়ামীলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
#চলনবিলের আলো / আপন