রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আগৈলঝাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনকারী স্বামীতে গ্রেফতার করেছেপু পুলিশ।থানা অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন জানান, উপজেলার আস্কর গ্রামের রনজিত বাড়ৈর ছেলে রমেন বাড়ৈর (৪০) এর সাথে ২০০২ সালে সামাজিকভাবে বিয়ে হয় দিপালীর। তাদের দাম্পত্য জীবনে দু’টি ছেলে সন্তান রয়েছে।
বিয়ের কিছুদিন যেতে না যেতেই রমেন স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে ৩লাখ টাকা যৌতুক এনে দেয়ার জন্য অব্যাহতভাবে চাপ দিয়ে আসছিলো। দিপালী যৌতুকের টাকা দিকে অস্বীকার করায় প্রায়ই দিপালীকে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলো স্বামী রমেন। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে রমের তার স্ত্রীকে যৌতুকের জন্য বেদম মারধর করে।
এঘটনায় স্ত্রী দিপালী ওই দিন বিকেলে স্বামী রমেনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করে। বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনকারী স্বামী রমেনকে গ্রেফতার করে। স্ত্রীর দায়ের করা অভিযোগ মামলা রেকর্ড করে নং-২৫ (২৫.৬.২০) ওই মামলায় বৃহস্পতিবার গ্রেফতারকৃত রমেনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।