বুধবার , ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সলঙ্গায় ১৬ কবরের কঙ্কাল চুরি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০২২

রাতের অন্ধকারে কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরদল। ঘটনাটি ঘটেছে, সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুড়ি-রুয়াপাড়া গ্রামের কবর স্থান থেকে।

গত (১৭ জানু) সোমবার বাদ আছর নাইমুড়ী গ্রামের মৃত বদিউজ্জামান তালুকদারের স্ত্রী মরহুমা হালিমা খাতুন (৭৬) কে কবরস্থানের দাফন কাজ সম্পন্ন করতে গিয়ে বিষয়টি জানা যায়।

গ্রামবাসী জানান,  হালিমা খাতুনকে দাফন করতে গিয়ে দেখতে পাই ২ বছর আগে মৃত্যুবরনকারী অনেক কবরের মাটি খোড়া। পরে এলাকার জনগনের এ বিষয়ে সন্দেহ হলে একটা কবর খুড়ে দেখতে পায়  কোন কবরেই মানুষের লাশ বা কঙ্কাল নেই। এরপর একের পর এক ১৫টি কবর খুড়লে কোনটিতেই মৃত ব্যক্তিদের লাশ বা কঙ্কাল পাওয়া যায় না। এলাকাবাসীর ধারনা কিছুদিন আগে সংঘবদ্ধ চোরের দল এসব কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

এ বিষয়ে নাউমুড়ী -রুয়াপাড়া  কবর কমিটির সভাপতি আব্দুল মান্নান তালুকদার বলেন, আমি সংবাদ পেয়ে কবরস্থানে গিয়ে নিশ্চিত হয়েছি। বিষয়টি অত্যন্ত দূঃখজনক। পরবর্তীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে বিষয়ে কবরস্থান কমিটির পক্ষ থেকে কঠোর নজরদারির ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে সলঙ্গা সলঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাইমুড়ি গ্রামের বাসিন্দা আকমল হোসেন বাদশা বলেন, এমন ঘটনা ২-৩ বছর আগেও ঘটেছে।এতে আমরা মর্মাহত। কবরস্থানে গিয়ে নিশ্চিত হয়ে বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি। চোর চক্রকে ধরার জন্য কবরস্থানে পাহারার ব্যবস্থা করছে। আর যেন এমন ঘটনা না ঘটে আমরা এমন কার্যক্রম হাতে নিচ্ছি।

এ ব্যাপারে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানীর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।