মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
অভয়নগরে গত ২৪ ঘন্টায় ৩০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে যার মধ্যে নতুন করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে ৯ জন। এ পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১৩০ জনে।
আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিট সূত্রে জানা যায় আজ আক্রান্তরা হলেন, হালিমা বেগম (৩৮) দিয়াপাড়া (১ নং ওয়ার্ড), পৌরসভার ৫ নং ওয়ার্ড মঞ্জুরানী (৪৫), তন্দ্রা (২০), নিবীড় মন্ডল (২৫), পৌরসভার ৬ নং ওয়ার্ড নূরজাহান (৪২), সায়মা (০৩), তাজকিন, নাহিদ নার্গিস(৪০), পৌরসভার ৪ নং ওয়ার্ড মফিজুর আলম (০৪) (তরফদারপাড়া)।
অভয়নগরে রেড জোনের মধ্যে শ্রীধরপুর ইউনিয়ন– ৭জন পৌরসভাঃ ৪ নং ওয়ার্ড – ১২ জন ৫ নং ওয়ার্ড -২৮ জন ৬ নং ওয়ার্ড – ২৮ জন