আগামী ৩১-জানুয়ারী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সকল প্রার্থীর ভোট প্রার্থনা বেড়েই চলেছে-বেড়েই চলেছে দৌড় ঝাপ, প্রচার প্রচারনা। ভোটারদের কাছে কাছে দ্বারে দ্বারে নিজ নিজ মার্কার ভোট প্রার্থনা করছেন। বিভিন্ন অঙ্গীকার সহ সকল প্রোকার আশ্বাস দিচ্ছেন। এই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা, সংরক্ষিত মহিলা সদস্যা,সাধারণ সদস্য প্রার্থী সহ সকলে ভোট যুদ্ধে মাঠে। জামালপুর জেলায় এই ইউনিয়নে এই প্রোথম ইভিএমএ ভোট গ্রহন হবে বলে উপজেলা নির্বাচন অফিসার জানিয়েছেন। সুষ্ঠ পরিবেষে ভোট গ্রহন হবে বলেও জানান তিনি। সুষ্ঠ পরিবেশ বজায় রাখার জন্য মাঠে আইনশৃঙ্খলা বাহীনি কাজকরছেন। এখানে দুই হেভীওয়েট চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। গত কাল ১৭-জানুয়ারী দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি আচন বিধি লঙ্ঘনের দায়ে নির্বহী ম্যাজিষ্টেট জরিমানা করেছেন।
#চলনবিলের আলো / আপন