মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপসহকারি কর্মকর্তাগনের বেতন স্কেল-এর উপর স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক জি,ও, জারির তারিখ থেকে বকেয়া-বেতন ভাতা পরিশোধ এবং ভূমি সহকারি কর্মকর্তা ও ভূমি উপসহকারি কর্মকর্তা নিয়োগ বিধিমালা-২০২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতির দাবিতে “কালো ব্যাজ ধারণ” কর্মসূচী পালন শুরু হয়েছে।
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি পাবনা জেলা শাখার আয়োজনে সোমবার (১৭ জানুয়ারি) ভাঙ্গুড়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত কালো ব্যাজ ধারণ কর্মসূচী পালন করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া পৌর ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো: ইকবাল হোসেন, দিলপাশার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, অষ্টমনিষা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মুরারী মোহন সরকার, খানমরিচ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আহসান হাবিব, পার-ভাঙ্গুড়া ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো: সুলতান হোসেন।
এ সময় ভূমি সহকারী কর্মকর্তারা বলেন ১৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত আমাদের এই কালো ব্যাজ ধারণ কর্মসূচী চলবে।
#চলনবিলের আলো / আপন