বিয়ে বাড়ি নয়, নয় কোনো সভা, সমাবেশ বা নয় গানের আসর। ভোট কেন্দ্রে ভোটারদের স্বাগত জানানোর জন্য সাজানো হয়েছিল গেট। লাগানো হয়েছিল রং-বেরংয়ের বেলুন ও কাগজের ফুল। বলছি, নাটোরের বাগাতিপাড়া পৌরসভার নির্বাচনের মুরাদপুর নামের এক কেন্দ্রের কথা। ১৬ বছর পর নির্বাচন হওয়ায় ভোটকেন্দ্রে গেটে গেটে দেখা গেছে এমন নান্দনিক দৃশ্য।
ভোটাররা বলছেন, ভোট দিতে এসে তাদেরকে এমনভাবে স্বাগত জানানো হবে ভাবতে পারেননি। এ আয়োজনের জন্য ধন্যবাদও জানিয়েছেন নির্বাচন কমিশনকে তারা। সীমানা জটিলতার এক মামলায় দীর্ঘ ১৬ বছর পর ১৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এ পৌরসভার। সেজন্য ভোটারদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ। বাগাতিপাড়া পৌরসভার রিটার্নিং অফিসারের দায়িত্ব পাওয়া রাজশাহী আঞ্চলিক অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী বলেন, ভোটারদের মনে উৎসবের আমেজ সৃষ্টি করার লক্ষে স্থানীয় কর্মকর্তাদের সহায়তায় এ আয়োজন করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন