বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী এলাকায় অভিযান চালিয়ে ৫০২ পিচ ইয়াবাসহ বিশ্বজিৎ বণিক (৪০) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার রেছে পুলিশ। গ্রেফতারকৃত বিশ্বজিৎ মুলাদী উপজেলার তেরচর গ্রামের নারায়ণ চন্দ্র বণিকের ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে বিশ্বজিৎকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন