বাগাতিপাড়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ মানবাধিকার কমিশন বাগাতিপাড়া উপজেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি এ্যাড. সোহেল রানা। এ সময় বাগাতিপাড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি কুতুব-উল-আলম, সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম, মানবাধিকার কমিশন উপজেলা শাখার দপ্তর সম্পাদক তোসাদ্দেক সরকার তিতাশ, নির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম, আশিক আহমেদ, সজল উদ্দিন, তুহিন উদ্দিন, আছিব রানা, রায়হান আলী প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
#চলনবিলের আলো / আপন