পাবনার ভাঙ্গুড়ায় কোভিড-১৯ মহামারী মোকাবিলায় অক্সিজেন সিলিন্ডার ব্যাংক ও হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, ওসি ফয়সাল বিন আহসান প্রমুখউপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন