পাবনার চাটমোহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধ চলাকালে দীর্ঘ ৯ মাস পর পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও দিল্লি হয়ে ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন তিনি।
চাটমোহর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত সোমবার (১০ জানুয়ারী) উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিকের সঞ্চলনা ও পরিচালনায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন, নিমাইচড়া ইউপি চেয়ারম্যান মোছাঃ নূরজাহান বেগম মুক্তি, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম, গুনাইগাছা ইউপি চেয়ারম্যান মোঃ রজব আলী বাবলু, ছাইকোলা ইউপি চেয়ারম্যান মোঃ নূরুজ্জামন নূরু, পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আজহার আলী ও জেলা পরিষদ সদস্য মোঃ সাইদুল ইসলাম প্রমূখ। দিবসটি উপলক্ষে পতাকা উত্তোলন, র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
শনিবার , ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
চাটমোহরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ জানুয়ারি, ২০২২