ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জমিজমার বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান আহত হয়েছেন। ২২জুন সোমবার বিকালে সদর উপজেলার কেওড়া ইউনিয়নের পাকমহর গ্রামের বৃদ্ধ মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের উপর প্রতিপক্ষ একই গ্রামের মো: হারুন হাওলাদারের ছেলে মো: সোহাগ হাওলাদার মৃত কুদ্দুস হাওলাদরের ছেলে মো: হারুন হাওলাদার পিতা পুত্র মিলিয়া আপন ভাইর উপর হামলা চালায়। এতে বৃদ্ধ হাবিবুর রহমান রক্তাক্ত জখম হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হন।এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় আহত হাবিবুর রহমানের ছেলে মো: মাহতাব হোসেন বাদী হয়ে এক খানা অভিযোগ দাখিল করেছে। অভিযোগে সুত্রে জানা যায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে ঘটনা স্থলে তদন্তে যান এএসআই মো: জাহাঙ্গীর হোসেন। তিনি সাংবাদিকদের জানান আমি ঘটনা স্থলে তদন্তে গিয়েছি। উভয় পক্ষের বক্তব্য গ্রহন করেছি। বিষয়টি বাদী বিবাদী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।