শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে জমিজমার বিরোধ নিয়ে  প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা আহত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে জমিজমার বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান আহত হয়েছেন। ২২জুন সোমবার বিকালে সদর উপজেলার কেওড়া ইউনিয়নের পাকমহর গ্রামের বৃদ্ধ মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের উপর প্রতিপক্ষ একই গ্রামের মো: হারুন হাওলাদারের ছেলে মো: সোহাগ হাওলাদার মৃত কুদ্দুস হাওলাদরের ছেলে মো: হারুন হাওলাদার পিতা পুত্র মিলিয়া আপন ভাইর উপর হামলা চালায়। এতে বৃদ্ধ হাবিবুর রহমান রক্তাক্ত জখম হয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হন।
এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় আহত হাবিবুর রহমানের ছেলে মো: মাহতাব হোসেন বাদী হয়ে এক খানা অভিযোগ দাখিল করেছে। অভিযোগে সুত্রে জানা যায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে ঘটনা স্থলে তদন্তে যান এএসআই মো: জাহাঙ্গীর হোসেন। তিনি সাংবাদিকদের জানান  আমি ঘটনা স্থলে তদন্তে গিয়েছি। উভয় পক্ষের বক্তব্য গ্রহন করেছি। বিষয়টি বাদী বিবাদী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।