পাবনার আটঘরিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরকে কেন্দ্র করে এক সংর্ঘষে ৫জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ২জনকে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন ফজলুল হক ঠান্টু(৪৫), বাচ্চু মিয়া(৩৮)। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৮ জানুয়ারি (শনিবার) সকালে লক্ষণপুর গ্রামের। এঘটনায় আটঘরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
হাসপাতাল ও আহতদের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলা চাঁদভা ইউনিয়নের লক্ষণপুর গ্রামেওইদিন সকালে বকুল হাজীর কাছে জমির দলিল চান ফজলুল হক ঠান্টু। এরই জেরকে কেন্দ্র করে একপর্যাায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে বকুল হাজী গং চাকু, লাঠি শোঠা, ধারালো অস্ত্র, জিআই পাইপ,ও দোকান ঘরের তালা দিয়ে ফজলুল হক ঠান্টু, বাচ্চু মিয়াকে বেধরক মারধর করে গুরুতর আহত করেন।
এসময় আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়। তবে এলাকাবাসি বলছে, এই ঘটনায় যে কোনো মুহুতে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।
#চলনবিলের আলো / আপন