সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এস এসতে জিপিএ ৫ পাওয়া গরীব মেধাবী ছাত্রী মোছাঃ বৃষ্টি খাতুনের লেখাপড়ার দায়িত্ব গ্রহন করলেন উপজেলার সলপ ইউনিয়নের ২ বার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার সওকাত ওসমান। ইঞ্জিনিয়ার শওকাত ওসমান শুক্রবার বিকেলে বৃষ্টি খাতুনকে প্রথম নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। এছাড়াও শনিবার দুপুরে মোছাঃ বৃষ্টি খাতুনকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রব্বানীর পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেছে উপজেলা ছাত্রলীগ। এ সময় উপস্থিত ছিলেন সলপ ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, প্রতিদিনের সংবাদ উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি সাহারুল হক সাচ্চু, মাই টিভির উল্লাপাড়া প্রতিনিধি রেজাউল করিম বাচ্চু এস এ টিভির প্রতিনিধি উল্লাপাড়া হোসাইন ময়নুল মানবকন্ঠের উল্লাপাড়া প্রতিনিধি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন