যশোরের অভয়নগরে এস আর শুভরাড়া রানাগাতী মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন কাগজপত্র দেখা, ছবি তুলে মোবাইল ফোনে ভয়ভীতি, হয়রানি ও টাকা দাবির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ওই বিদ্যালয়ের সভাপতি মো. আক্তার মল্লিক অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে মো. আক্তার মল্লিক উল্লেখ করেছেন, তিনি অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের এস আর শুভরাড়া রানাগাতী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। বুধবার ৫ জানুয়ারি দুপুর আনুমানিক ১ টার সময় সাংবাদিক পরিচয়ে জনৈক কে এম মোহাম্মদ আলী ও রিপন সহ কয়েকজন বিদ্যালয়ে প্রবেশ করেন। তারা বিদ্যালয়ের কাগজপত্র দেখতে চান এবং মোবাইল ফোনে ছবি তুলতে থাকেন। পরবর্তীতে বর্নিত ব্যক্তিদ্বয় ০১৮৩৮-১০২০৬০ নম্বর থেকে আমার ০১৭১৫-৭৮২২২৫ মোবাইল নম্বরে ফোন করে ভয়ভীতি ও হয়রানিসহ টাকা দাবি শুরু করেন। এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ বরাবর আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে কে এম মোহাম্মদ আলী মুঠোফোনে তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, এস আর শুভরাড়া রানাগাতী মাধ্যমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। তবে হয়রানি, ভয়ভীতি ও টাকা দাবির বিষয়টি মিথ্যা। রিপনের মুঠোফোনে কথা হলে তিনি জানান, ওই বিদ্যালয়ে গিয়েছিলাম। অভিযোগ হয়ে থাকলে আইনের মাধ্যমে প্রমাণ করতে হবে। তবে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, আমি স্বাক্ষী দেওয়ার জন্য অভয়নগরের বাইরে রয়েছি। লিখিত অভিযোগ দায়ের হয়ে থাকলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
#চলনবিলের আলো / আপন