রবিবার , ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিংড়ায় ছোট ভাইকে লক্ষ্য করে বড় ভাইয়ের গুলি নিক্ষেপ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ জানুয়ারি, ২০২২
নাটোরের সিংড়ায় জমিজমা ও পারিবারিক কলহের জের ধরে প্রকাশ্যে ছোট ভাইকে লক্ষ্য করে বড় ভাইয়ের গুলি নিক্ষেপ করার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল ৭টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ মাবিয়ার মোড়ে এই ঘটনা ঘটে। বড় ভাই মো. বুদ্দু ওরফে বুদা ও ছোট ভাই আফাজ উদ্দিন ওরফে আপাল বিয়াশ চকপাড়ার মৃত রুস্তম আলীর ছেলে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
অভিযুক্ত বুদ্দু ওরফে বুদা পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে ও আতংক বিরাজ করছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জমিজমা ও পারিবারিক জের ধরে দুই ভাইয়ের মধ্যে র্দীঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২৬ ডিসেম্বর স্থানীয় ইউপি নির্বাচনে বড় ভাই বুদ্দু ওরফে বুদা চেয়ারম্যান প্রার্থী এম এম আবুল কালাম ও ছোট ভাই আফাজ উদ্দিন আপাল চেয়ারম্যান প্রার্থী সিরাজুল মজিদ মামুনের সমর্থক হয়ে ভোট করায় এই বিরোধ আরও জোরালো হয়ে উঠে। এরই জের ধরে শুক্রবার সকালে মাবিয়ার মোড়ে আপাল চা খেতে গেলে বড় ভাই বুদা দেশীয় অস্ত্রসহ অপরিচিত ৪/৫ জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে আপালকে টানা হেচরা করতে থাকে। পরে আপালের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আপালকে লক্ষ করে গুলি করে পালিয়ে যায়। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় আপাল।
স্থানীয় ওয়ার্ড সদস্য তারেক হোসেন দুলাল, স্থানীয় আব্দুর রাজাক ফকির ও গোলবার জানান, আমরা সকালে ষ্টলে চা খাচ্ছিলাম। হঠাৎ চিৎকার শুনে বাহিয়ে এসে দেখি অপরিচিত ৪/৫ জন লোক নিয়ে বুদা তার ভাইকে টানা হেচরা করছে। আমরা এগিয়ে যেতেই গুলি করে তারা পালিয়ে যায়।
ডাহিয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন বলেন, সন্ত্রাসী যেই হোক তার কোনো ছাড় নেই। এই শান্তির্পূণ এলাকায় প্রকাশ্যে এমন ঘটনার তীব্র নিন্দাসহ সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানান তিনি।
ভুক্তভোগী আফাজ উদ্দিন ওরফে আপাল বলেন, এর আগে আমার বড় ভাই আমার বাড়ি-ঘর লুট করে নিয়ে গেছে। পরিবারপরিজন ও জানমাল নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিপিএম বলেন, খবর পেয়ে বুদ্দু ওরফে বুদার বাড়ি তল্লাশি করা হয়েছে। বর্তমানে সে পলাতক রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।