শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নান্দাইলে চেয়ারম্যান পদে নৌকা ৫ ও বিদ্রোহী ৬ বিজয়ী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১টি ইউনিয়নের মধ্যে ৫টিতে নৌকার প্রার্থী ও ৬টিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একযোগে ১১০টি ভোট কেন্দ্রে ৭০৪ বুথে ভোট গ্রহণ করা হয় এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই তা শেষ হয়।

উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফখরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। রাত ১০ টায় উপজেলা প্রশাসনের নির্বাচনী কন্ট্রোলরুম থেকে ঘোষণা দেয়া হয়, মোয়াজ্জেমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মোছাঃ তাসলিমা আক্তার ৭৩৫৮ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) মোঃ আবুল খায়ের বাবুলকে ৬৭২৮ ভোটকে পরাজিত করে বিজয়ী হন, নান্দাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (আনারস) মোঃ মোশারফ হোসেন কাজল ৬৭২৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী মোঃ আনোয়ারুল হক ৫৩৮৯ ভোটকে পরাজিত করে বিজয়ী হন, চন্ডীপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) শাহাব উদ্দিন ভূঞা ৮৭২২ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী মোঃ ইফতেখার হোসেন ৭০৬২ ভোটকে পরাজিত করে বিজয়ী হন, গাংগাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (আনারস) এডভোকেট আসাদুজ্জামান নয়ন ১০৬৪৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী সৈয়দ আশরাফুজ্জামান খোকন ৯১৯৩ ভোটকে পরাজিত করে বিজয়ী হন, রাজগাতী ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (আনারস) ইফতেখার মমতাজ ৪৮৫৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) মোঃ রোকন উদ্দিন ৪৮১৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী আব্দুর রউফ বাবলু ৪৫০৬ ভোটকে পরাজিত করে বিজয়ী হন, মুশুলী ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী ইফতেখার উদ্দিন ভূইঁয়া ৭৮৮৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী (আনারস) আঃ লতিফ ৬১৮৩ ভোটকে পরাজিত করে বিজয়ী হন, সিংরইল ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) সাইফুল ইসলাম ৬১৪৯ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী ছাইদুর ইসলাম ৫৯১৯ ভোটকে পরাজিত করে বিজয়ী হন, আচারগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (আনারস) রফিকুল ইসলাম রেনু ৮৬৭৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী একেএম মোফাজ্জল হোসেন ৩৩৪৩ ভোটকে পরাজিত করে বিজয়ী হন, শেরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মোয়াজ্জেম হোসেন মিল্টন ৫৬৪৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী (আনারস) মোহাম্মদ বজলুর রহমান ৩৮৬২ ভোটকে পরাজিত করে বিজয়ী হন, খারুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মোহাম্মদ কামরুল হাসনাত ভূঞা ৪৬৯৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী (আনারস) মোহাম্মদ সোহরাব উদ্দিন ৩০৯১ ভোটকে পরাজিত করে বিজয়ী হন, জাহাঙ্গীরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী কামাল উদ্দিন ৮৯৬৪ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) মাহমুদুল হাসান ৫৮৯৫ ভোটকে পরাজিত করে বিজয়ী হন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।