শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিল প্রশাসন গুরুদাসপুরে ইউপি নির্বাচনে ২ জন নৌকা ও ৪ বিদ্রোহী প্রার্থী বিজয়ী

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২

প্রশাসনের কঠোর নিরাপত্তার চাদরে নাটোরের গুরুদাসপুর উপজেলার ছয়টি ইউনিয়নে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের দুই জন ও বিদ্রোহী প্রার্থী চারজন বিজয়ী হয়েছেন। ভোট গণণা শেষে বুধবার রাত ৯টায় উপজেলা পরিষদ থেকে বেসরকারীভাবে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফেরদৌস আলম।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১নং নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম এ মোটরসাইকেল মার্কা প্রতিকের বিদ্রোহী প্রার্থী মো. আইয়ুব আলী প্রাং ৯৩৪০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি¦ শওকত রানা লাবু চশমা প্রতিকে পেয়েছেন ৭১৯২ ভোট এবং নৌকা প্রতিকের শরিফুল ইসলাম ৪২৩১ ভোট পেয়েছেন। ২নং বিয়াঘাট ইউনিয়ন পরিষদে মোটরসাইকেল মার্কা প্রতিকের বিদ্রোহী প্রার্থী মো. মিজানুর রহমান সুজা ৫৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি¦ আবু ইউনুস আলী আনারস প্রতিকে পেয়েছেন ৩৪৪১ ভোট। এখানে নৌকার প্রার্থী মোজাম্মেল হক ২৮৮৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। ৩নং খুবজীপুর ইউনিয়ন পরিষদে নৌকা প্রতিকের প্রার্থী মো. মনিরুল ইসলাম দোলন ৫৫১৬ ভোট পেয়ে তৃতীয়বারের মত ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি¦ আজগর হোসেন ঘোড়া প্রতিকে পেয়েছেন ৪৭৬৪ ভোট। ৪নং মশিন্দা ইউনিয়নে ঘোড়া মার্কা প্রতিকের বিদ্রোহী প্রার্থী মোঃ আব্দুল বারী ১০৮৪৬ ভোট পেয়ে বিজয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোস্তাফিজুর রহমান নৌকা প্রতিকে ৯০৮৯ ভোট পেয়েছেন। ৫নং ধারাবারিষা ইউনিয়নে নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল মতিন ১১২৪৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি¦ হাজেদা বেগম ঘোড়া প্রতিকে পেয়েছেন ৮৩৪৭ ভোট এবং ৬নং চাপিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতিকের বিদ্রোহী প্রার্থী মোঃ মাহাবুবুর রহমান ৬৬৩৫ ভোট পেয়ে বিজয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি¦ ইয়াকুব আলী ঘোড়া প্রতিকে পেয়েছেন ৩৯৭৫ ভোট ও জাফর ইকবাল নয়ন আনারস প্রতিকে ৩৫৩৭ ভোট পেয়েছেন এবং নৌকা প্রতিকের আলাল উদ্দিন ভুট্টো ৩৩৪৩ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফেরদৌস আলম, রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম ও হারুনর রশিদ বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গুরুদাসপুরের ৬টি ইউপিতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো কারচুপি বা অপ্রীতিকর ঘটনা নেই। এমনকি পরাজিত প্রার্থীদেরও কোনো অভিযোগ নেই। জনগণ স্বতস্ফুর্তভাবে ভোটদানে অংশগ্রহণ করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।