পাবনার আটঘরিয়া উপজেলা প্রাথিমক শিক্ষা অফিসের স্বাক্ষরের (হাজিরা) খাতা চুরি হওয়ায় অফিস পাড়ায় তুলকালাম কান্ড সৃষ্টি হয়েছে। ইতোপূর্বে ও উক্ত অফিসে স্বাক্ষরের খাতা চুরি সংঘটিত হয়েছিল। ঘটনাটি ঘটেছে সোমবার ৩ ডিসেম্বর। এনিয়ে শিক্ষা অফিসের কর্মকর্তা / কর্মচারীদের মধ্যে আতংক বিরাজ করছে।
এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, এনিয়ে অফিসে স্বাক্ষরের খাতাকে কেন্দ্র অনেক হৈচৈ শুরু হয়েছে। শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা নাহিদা সুলতানা এই চুরির সাথে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে। এব্যাপারে আটঘরিয়া উপজেলা শিক্ষা অফিসারকে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
#চলনবিলের আলো / আপন