নাটোরের বড়াইগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ও বনপাড়া পৌর ছাত্রলীগের উদ্যোগে পৌর চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বনপাড়া ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, কেন্দ্রীয় যুব মহিলা আ’লীগের সহ সভাপতি এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, জেলা আ’লীগের শিক্ষা-মানব সম্পদ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, যুব লীগ নেতা আসিফ আবদুল্লাহ বিন কুদ্দুস শোভন, অন্যদের মধ্যে সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি কেএম জিল্লুর হোসেন জিন্নাহ ও শফিকুল ইসলাম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান পিয়াস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক রায়হান, বনপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শাকিব সোনার এছাড়াও জোনাইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম,সহ ছাত্রলীগ ও আওয়ামীলীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন