নাটোরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় এজাহারভুক্ত বিএনপির ৩১ নেতা-কর্মিকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের নেতৃত্বে ৮০জন নেতা-কর্মি নাটোরের জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিনের আদালতে আত্নসমর্পণ করে।
এসময় জামিনের আবেদন জানায় বিএনপি নেতা-কর্মীদের আইনজীবীরা। পরে শুনানী শেষে বিচারক বিএনপির ৩১ নেতা-কর্মীকে জেল হাজতে প্রেরণ এবং অবশিষ্ট ৪৯ জনের জামিন মঞ্জুর করেন।
জেল হাজতে প্রেরনে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন, নাটোর শহর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান,বাবুল চৌধুরি, সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল আবুল, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাবেক নেতা সানোয়ার হোসেন তুষার প্রমুখ।
এর আগে ১ ডিসেম্বর অভিযুক্তরা উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের আগাম জামিন নিয়েছিল। জামিনের মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার সকালে তারা নিম্ন আদালতে আত্নসমর্পণ করে।
২০২১ সালের ২২ নভেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। সেসময় পুলিশের সাথে বিএনপি নেতা কর্মিদের সংঘর্ষে ওসি,সাংবাদিক সহ ২০ জন আহত হয়। এতে পুলিশ বাদি হয়ে মোট ১১৬ জনের নাম উল্লেখ সহ পাঁচ শতাধিক অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।
#চলনবিলের আলো / আপন