সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমশড়া বাজারে গরীব,অসহায়,ছিন্নমুল মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় থানার ধুবিল ইউপির আমশড়া জোড়দিঘি বাজারে নুর-সাথী হোমিও হলের সামনে এ সব কম্বল বিতরণ করা হয়।এলাকার প্রবাসীদের অর্থায়নে ডা: রুবেল আহমদের আয়োজনে আমশড়া,মালতিনগর,নৈপাড়া,সাতকুর্
#চলনবিলের আলো / আপন