সোমবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার এ্যাওয়ার্ড -২০২০ বিজয়ী ড. মুসলিমা জাহান

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ জানুয়ারি, ২০২২

রিজিওনাল চ্যাম্পিয়ন হিসেবে শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার-২০২০ এ্যাওয়ার্ড পেলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, গবেষক, সমাজকর্মী ও সাবেক ছাত্রলীগ নেত্রী ড. মুসলিমা জাহান। কমিউনিটি লীডারশীপ এবং সার্ভিস ক্যাটেগরীতে করোনা সচেতনতায় (কোভিড-১৯) বিশেষ সামাজিক কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ তিনি এ পুরস্কার পান। তার জন্মস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মশুরিয়া পাড়া গ্রামে।

করোনাকালীন সংকটময় মুহূর্তে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে বাংলাদেশ এবং বৈশ্বিক যুবাদের অনন্য মানবিক অবদানের স্বীকৃতি স্বরূপ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল-২০২০’-এর অধীনে প্রথমবারের মত প্রধানমন্ত্রীর নামে ‘শেখ হাসিনা ইয়্যুথ ভলান্টিয়ার এ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়েছে। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুবকদের একক ও সংগঠনভিত্তিক বিভিন্ন ক্যাটেগরীতে পুরস্কার, সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করেছে।

‘করোনা জয়ে স্বীকৃত, শেখ হাসিনার নেতৃত্ব’ এই শ্লাগানকে সামনে রেখে করোনা সচেতনতায় ব্যাপক কার্যক্রমে পাবনা জেলার ঈশ্বরদী-আটঘরিয়ার সবগুলো ইউনিয়ন/পৌরসভায় এবং ঢাকার বিভিন্ন স্থানে মাস্ক, স্যানিটাইজার, গ্লভস্, সাবান, লিফলেট, খাদ্যসামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ করেন।

পুরস্কার জয়ে তিনি বলেন, এখন দেশ ,ও সমাজের মানুষের জন্য দায়িত্ব আরো বেড়ে গেল। গলির মোড় বা হাট থেকে উপজেলা ভবন, ব্যাংকার থেকে শুরু করে মুচি বা গাড়োয়ান- সমাজের যত মানুষের কাছে আমি স্বাস্থ্য সচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতার বাণীর মাধ্যমে পৌঁছতে পেরেছি- বিজয়ের এই সুবর্ণজয়ন্তীতে, বিজয়ের এই মাসে এ পুরস্কার তাদের সকলের জন্য। করোনা সচেতনতায় তার এ কাজের স্বীকৃতি পাওয়ায় তিনি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলকে বিশেষ ধন্যবাদ জানান।

সম্প্রতি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাঁক জমকপূর্ণ আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ-এর ভার্চুয়াল উপস্থিতিতে ও তাঁর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেলের হাত থেকে ড. মুসলিমা জাহান এ পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, তরুনরাই আমাদের সাস্প্রতিক উন্নয়ের সম্মুখ লড়াকু শক্তি। এটি আমাদের আশাবাদী ও আত্মবিশ্বাসী করে যে , এই তরুনরাই একটি উন্নত ভবিষ্যত তৈরি করবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, মালদ্বীপের যুব বিষয়ক মন্ত্রী আহমেদ মাহলুফ, রুশ ফেডারেশনের তাতারন্তান প্রজাতন্ত্রের যুব বিষয়ক মন্ত্রী তিমুর সুলেইমানোভ (ভার্চুয়াল), আইসিওয়াইএফ সভাপতি তাহা আয়হান এবং যুবক ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন প্রমূখ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।