সোমবার , ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় নববর্ষে শিশু-কিশোরদের মুখে হাসি ফুটালো চেয়ারম্যান শওকাত ওসমান

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ জানুয়ারি, ২০২২

খ্রীষ্টিয় ইংরেজি নববর্ষ ২০২২ উদযাপন উপলক্ষে শিশু – কিশোর ও প্রতিবন্ধীদের মুখে একটু হাসি ফুটানোর জন্য ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন সলপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান। (১-৩) জানুয়ারী ৩ দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং পথ শিশুদের মধ্যে শীতের পোশাক ও চকলেট বিতরণ করে চলেছেন এই সফল চেয়ারম্যান। এই মহৎ কাজের জন্য ইতিমধ্যেই তিনি এলাকায় বেশ আলোচিত হয়ে উঠেছেন।

ইংরেজি নববর্ষ উপলক্ষে উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান তার নিজ গ্রাম সোনতলা ও ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিজস্ব অর্থায়নে প্রায় ৫ শতাধিক শিশু-কিশোর, পথ শিশু ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্তসহ গরম কাপড়ের পোশাক, শিশুখাদ্য ও চকলেট বিতরণ কর্মসুচি পালন করছেন। শীতবস্ত্র, নতুন জামা পেয়ে আনন্দে হাসি মুখে চেয়ারম্যানকে জড়িয়ে ধরে তাদের আবেগ প্রকাশে উচ্ছ¦সিত হচ্ছে শিশু-কিশোর ও পথ শিশুরা ।

ইংরেজি নববর্ষের দিন থেকে তিন দিনব্যাপী শিশু-কিশোর ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্রসহ বিভিন্ন পোশাক বিতরণ কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান তিনি।

এব্যাপারে ইউপি চেয়ারম্যান শওকাত ওসমান গণমাধ্যমকর্মীদের বলেন, আমি শিশু-কিশোর ও প্রতিবন্ধীদের মনে-প্রাণে ভালোবাসি। কারণ আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত। তাই আমি শিশুদের কখনো অবহেলা করি না। আজকের এই অবহেলিত শিশু- কিশোরাই হতে পারে এ দেশের প্রধানমন্ত্রীসহ দেশ সেবার গুরুত্বপূর্ণ কাজের অগ্রনায়ক।

৩ দিনব্যাপী এ কার্যক্রমে উপস্থিত থেকে পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু, ইউপি সদস্য শেখ মোঃ জিল্লুর রহমান, মোঃ জুয়েল রানাসহ নব-নির্বাচিত ইউপি সদস্যবৃন্দু ও এলাকার জন সাধারণ।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।