সিরাজগঞ্জ শহরের কাটাখালি সেতু এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে কয়েকজনের হাতে- ‘আগ্নেয়াস্ত্র’, পিস্তল ও আরও কয়েকজনের হাতে রামদা দেখা গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।
এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে এক সমাবেশকে কেন্দ্র করে কাটাখালি সেতুর কাছে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষ বাধে।
স্থানীয়রা জানান, বিএনপির নেতাকর্মীরা শহরের ইসলামিয়া কলেজ মাঠে সমাবেশে যাওয়ার পথে সিরাজগঞ্জ কলেজ রোড এলাকায় মিছিলে বাধা দিলে দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল জানান, বিএনপির নেতাকর্মীরা শহরের ইসলামিয়া কলেজ মাঠে সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কানিমূলক শ্লোগান দেয় এবং ব্যানার ছিড়ে ফেলে। এ সময় সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন কাটাখালি সেতুর কাছে ছাত্রলীগ নেতাকর্মীরা এর প্রতিবাদ করলে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে সংঘর্ষ বাধে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানস বাচ্চু বলেন, বিএনপির লোকজন সমাবেশে আসার পথে যুবলীগ ছাত্রলীগের লোকজন হামলা চালায়। তাদের হামলায় প্রায় ৩০-৪০ নেতাকর্মী আহত হয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত হোসেন বলে, পুলিশ দুই শতাধিত রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে ভিডিও প্রকাশের পর সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) হাসিবুল আলম বলেন, সংঘর্ষ চলাকালে যদি কেউ অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
#চলনবিলের আলো / আপন