বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, শ্রমিকরা হলো বাংলাদেশের অর্থনীতির আয়না এবং চালিকা শক্তি। তাদের সামনে যা করবেন, তা-ই প্রতিবিম্ব হবে বারবার। মুজিব শত বর্ষ এবং বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ বিটিজিডব্লিউএল-এর প্রতিষ্ঠার ৫০ বছর-সুবর্ণ জয়ন্তী উদ্বোধনকালে তিনি উপরোক্ত কথা বলেন।
সারাদেশের সহ¯্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেড এম কামরুল আনাম বলেন, ন্যয্য অধিকার আদায়ের জন্য ৫০ বছর ধরে রাজপথে আছে বিটিজিডব্লিউএল। একটি মূহুর্তের জন্যও আমরা আমাদের অধিকার আদায়ের পথ থেকে সরিনি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ শ্রমিকরাই গড়বে বলে আমরা বদ্ধ পরিকর হয়ে কাজ করে যাচ্ছি। একই সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে নিজেদের শ্রম মেধা দিয়ে অগ্রসর হচ্ছি দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করানোর জন্য।
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দকে বিশেষ সম্মাননা প্রদান ও ‘শ্রমিকের ডাক’-এর মোড়ক উন্মোচন-এর পরে বর্ণ্যাঢ্য একটি র্যালী নিয়ে নেতৃবৃন্দ রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
#চলনবিলের আলো / আপন