শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মাদক মুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চাই-মেম্বার পদপ্রার্থী ঝন্টু

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নলডাঙ্গায় সর্বত্র চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। পিছিয়ে নেই নাটোরের নলডাঙ্গা উপজেলার ১নং ব্রহ্মপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড। তাই নিজের অবস্থান আরো মজবুত করার লক্ষ্যে নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময়,গণসংযোগ ও ভোট প্রার্থনা করছেন ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নলডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন ঝন্টু।
তিনি মোরগ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তিনি বিভিন্ন ধরনের প্রচারণামূলক কাজ করে যাচ্ছেন ও ভোটারদের মাঝে মোরগ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
তিনি পায়ে হেঁটে বিভিন্ন বাজার,পাড়া-মহল্লায় ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ইকবাল হোসেন ঝন্টু ভোটারদের কাছে তার উন্নয়ন ও তার জনসেবা মূলক কাজকর্মের কথা তুলে ধরেন। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলেন এবং তার জন্য দোয়া ও মোরগ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এতে অংশ নেয় ধর্ম-বর্ণ,রাজনৈতিক-অরাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
তিনি বলেন, ইউনিয়নের মধ্যে ৯নং ওয়ার্ড একটি আদর্শ ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন। তিনি জনসাধারণের সকল প্রকার নাগরিক অধিকার নিশ্চিতসহ জনকল্যাণমূলক কাজ করবেন। সকল প্রকার অন্যায় ও অনিয়মকে দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, দলীয় নেতাকর্মী সহ এলাকার ব্যক্তিবর্গ। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।