সোমবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাটমোহরে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে প্রেমিকসহ স্কুল শিক্ষিকা আটক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১

পাবনার চাটমোহরের নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আয়শা খাতুন (৩৮) নামের এক স্কুল শিক্ষিকাকে তার কথিক প্রেমিক আব্দুর রহিম (৩৫) কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ওই শিক্ষিকার নিজ শয়ন কক্ষ থেকে তাদের আটক করে পুলিশ। আয়শা খাতুন নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ও মির্জাপুর গ্রামের আনিসুর রহমানের মেয়ে এবং তার কথিত প্রেমিক আব্দুর রহিম উপজেলার ছাইকেলা ইউনিয়নের কাঠেঙ্গা গ্রামের মৃত ছফুর প্রামানিকের ছেলে।

এলাকাবাসি জানান, অবিবাহিত স্কুল শিক্ষিকা আয়শা খাতুনের বাড়িতে তার কথিত প্রেমিক আব্দুর রহিম আগেও একাধিকবার এসেছে। তাদের চলাফেরা সন্দেহ জনক হলে স্থানীয়রা তাদের উপর নজর রাখতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় গত বুধবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কথিত প্রেমিক আব্দুর রহিম কে মির্জাপুর বাজারে ঘোরা ফেরা করতে দেখে। এতে স্থানীয় কয়েক যুবক তার উপর নজর রাখে। একপর্যায়ে রাত ১১টার দিকে দেখতে পান কথিত প্রেমিক আব্দুর রহিম ওই শিক্ষিকার ঘরে প্রবেশ করে। এরপর আরোও নিশ্চিত হওয়ার জন্য তারা কয়েক ঘন্টা আশপাশে অবস্থান করতে থাকে। অবশেষে ভোর রাতে ওই শিক্ষিকার শয়ন কক্ষ থেকে কথিত প্রেমিক আব্দুর রহিম বের হতে লাগলে স্থানীয়রা জড়ো হলে আব্দুর রহিম ওই শিক্ষিকার গৃহেই আত্মগোপন করেন। এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা জমা হয়ে তার বাড়ি ঘেরাও করে রাখে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিমাইচড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নুর জাহান বেগম (মুক্তি) ঘটনা স্থলে উপস্থিত হলে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের পুলিশ বেলা ১০টার দিকে হাজির হয়ে দুজনকে আটক করে এবং বেলা ১২টার দিকে থানায় নিয়ে যায়।

এদিকে বেলা ১০টার সময় স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থানে গেলে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস এম নুরুজ্জামান সংবাদ সংগ্রহে বাধাদেন এবং অভিযুক্তদের সাথে কথা বলতে বাধা প্রদান করেন। তিনি বলেন আপনাদের যা তথ্য লাগবে থানায় থেকে নেবেন।

এ সময় স্থানীয় একাধিক জনতা বলেন, সাংবাদিকদের তথ্য সংগ্রহে পুলিশ বাধা দিচ্ছে বিষয়টা খুবই দুঃখজনক। কি কারণে সাংবাদিকদের তথ্য সংগ্রহে পুলিশের বাধা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসএম নুরুজ্জামান জানান, তাদের আটক করে চাটমোহর থানায় প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এ পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।