গৌরনদী উপজেলার বড় কসবা নামক এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রিবাহী পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাটকা জব্দ করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের নির্দেশে বেপারী নামের একটি যাত্রিবাহী পরিবহনে অভিযান চালিয়ে চারটি ককসিট বোঝাই জাটকা জব্দ করেন উপজেলা মৎস্য অফিসের কর্মচারী ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা। পরে জাটকা পরিবহনের দায়ে পরিবহনের ড্রাইভার-সুপারভাইজারকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চার হাজার টাকার অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। শেষে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
#চলনবিলের আলো / আপন