সিরাজগঞ্জের সলংগা থানার ৪ নং ঘুড়কা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকারকে সংবর্ধনা দিয়েছেন সলংগা ফাজিল ডিগ্রী মাদ্রাসা কর্তৃপক্ষ। শনিবার (২৫ ডিসেম্বর ) বিকেলে মাদ্রাসা চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাও: কে,এম আব্দুল মজিদেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গার গণমানুষের নেতা অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপি। বিশেষ অতিথি ছিলেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তিকনা মন্ডল, সলংগা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান লাভু,সলংগা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী, সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক ও মাদ্রাসার গভর্নিং বডির সহসভাপতি ইকবাল হোসেন মন্ডল,সলঙ্গা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার, ধুবিল ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল, নলকা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবু বকর সিদ্দিক,রামকৃঞপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো সহ সলংগা থানা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
#চলনবিলের আলো / আপন