নিখোঁজের ১০দিন পর সন্ধান মিলেছে নিখোঁজ হওয়া পাবনার চাটমোহর উপজেলার যমজ দুই ভাই তুষান (১৪) ও ইষান (১৪)। তারা উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাড়োরা গ্রামের তফিকুল ইসলামের ছেলে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন জানান,পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের দিকনির্দেশনায় চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারেন যে, যমজ দুই ভাই ডিএমপি,ঢাকার শ্যামপুর থানা এলাকায় অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে চাটমোহর থানার এস আই মঈনুল হোসেন মিলন সঙ্গীয় ফোসসর্হ শুক্রবার (২৪ ডিসেম্বর) ঢাকা শ্যামপুর থানা পুলিশের সহযোগিতায় শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে যমজ দুই ভাই ইশান ইসলাম ও তুষান ইসলামকে হোটেল সিটি প্যালেস হতে উদ্ধার করে।
তিনি আরো জানান,চাটমোহর থানায় যমজ দুই সন্তানকে নিয়ে এসে তাদের পিতা মাতার নিকট বুঝিয়ে দেওয়া হয়। পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের তাৎক্ষনিক নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়ায় যমজ দুই ভাই কোন চক্রের হাতে পড়ার আগেই পুলিশ উদ্ধার করে।