চাটমোহরে মুক্তিযুদ্ধের আর্ট গ্যালারীর আয়োজনে ২২ তম মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী ও পুরষ্কার বিতরণী হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে চাটমোহর মমিন আর্ট গ্যালারী স্বাত্বাধিকারী মোঃ আব্দুল মমিনের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী অনুষ্ঠান উদ্বোধন করেন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস. এম নজরুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য রাখেন, চাটমোহর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা কৃষি অফিসার এ. এ মাসুম বিল্লাহ, চাটমোহর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফিরোজা পারভীন প্রমুখ।
বক্তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন ইতিহাস তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
দ্বিতীয় অধিবেশন বিকেলে মমিন আর্ট গ্যালারী কর্তৃক আয়োজিত স্বাধীনতার ও মহান মুক্তিযুদ্ধের উপর এক চিত্র কর্ম প্রদশনী এবং শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন, কবিতা, অভিনয় ও নৃত্য প্রতিযোগিতা সহ অংশগ্রহনকারীদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মুক্তিযুদ্ধের আর্ট গ্যালারীর সাধারন সম্পাদক শেখ সালাউদ্দিন ফিরোজ।

সোমবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
চাটমোহরে মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১