সোমবার , ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

উল্লাপাড়ায় সন্তানের পিতৃ পরিচয় ও স্ত্রীর মর্যাদার দাবিতে থানায় মামলা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্তানের পিতৃ পরিচয় ও স্ত্রীর মর্যাদার দাবিতে একই মহল্লার লক্ষণ চন্দ্র দাসের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেছেন বাক প্রতিবন্ধী শিপ্রা রাণী দাসের পক্ষে তার “মা” কল্পনা রাণী দাস। বুধবার সন্ধ্যায় নারী ও শিশু অধিকার আইনে এ মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায়, উল্লাপাড়া পৌরসভার ঝিকড়া মহল্লার দাসপাড়া মহল্লার স্বর্গীয় কমল চন্দ্র দাসের বাক প্রতিবন্ধী ৩ মেয়ের মধ্যে শিপ্রা রাণী দাস ছোট। ৩ বোন বাক প্রতিবন্ধী হওয়ায় একই মহল্লার সুশীল চন্দ্র দাসের ছেলে লক্ষণ চন্দ্র দাস প্রতিবেশীর সুযোগ নিয়ে বাক প্রতিবন্ধী শীপ্রা রাণী দাসকে ফুসলাইয়া ও ভুল বুঝাইয়া শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবং সুযোগ বুঝে শিপ্রার শয়নকক্ষের ভির ডুকে বিভিন্ন তারিখে এবং সময়ে শিপ্রাকে ধর্ষণ করে।
সর্বশেষ গত কয়েক মাস আগে বাড়িতে লোকজন না থাকায় লক্ষণ কুমার দাস এ সুযোগে শিপ্রার শয়নকক্ষে ঢুকে শিপ্রাকে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ফলে শিপ্রা রাণী দাস গর্ভবতী হয়ে পড়ে। লোক লজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখে ¤্রপিার পরিবার। কিন্তু তা পরবর্তিতে জানা জানি হয়ে গেলে লক্ষণের দিকে এলাকাবাসী সন্দেহ তীর ছোড়ে। গোপনে মোবাইল ফোনে লক্ষণের ছবি ধারণ করে আমার মেয়ে শিপ্রাকে দেখালে সে লক্ষণকে ধর্ষক হিসেবে ইশারা, ইঙ্গীতের মাধ্যমে চিহিৃত করে। এ অবস্থায় গত ৮ ডিসেম্বর সকাল ১০ টার দিকে শিপ্রার প্রসব ব্যাথা শুরু হলে উল্লাপাড়া পৌর শহরের সেবা হাসপাতালে নিয়ে সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জম্ম দেয় শিপ্রা। তার নাম রাখা হয় সিদ্ধার্ত। গ্রামবাসীদেরকে নিয়ে নবজাতক সন্তানের পিতৃ পরিচয় ও স্ত্রীর মর্যাদা আদায়ের জন্য লক্ষণ চন্দ্র দাসের কাছে গেলে সে তাদের প্রতি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরণের হুমকি- ধামকী প্রদান করে। এ অবস্থায় বুধবার সন্ধ্যায় শিপ্রা রাণী দাসের “মা” কল্পনা রাণী দাস বাদি হয়ে লক্ষণ চন্দ্র দাসের বিরুদ্ধে উল্লাপাড়া মডেল থানায় সন্তানের পিতৃ পরিচয় ও তার মেয়ে কল্পনার স্ত্রীর মর্যাদা চেয়ে মামলা দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, অভিযোগ পেয়ে থানায় মামলা নেওয়া হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।