শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

একদন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলাল হোসেন জয়ী হয়ে ইউনিয়নকে রোল মডেল হিসেবে সাজাতে চায়

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

আগামী ২৬ ডিসেম্বর আটঘরিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দিতা করছেন মো: লিয়াকত আলী আলাল বিজয়ী হয়ে একদন্ত ইউনিয়নকে একটি রোল মডেল হিসাবে গড়ে তুলতে চান। এরই ধারাবাহিতকায় যেখানে থাকবে না কোন কাঁচা রাস্তা, সমস্ত গ্রাম ও সড়ক হবে আলোকিত, থাকবে না পানির জলের সমস্যা ও প্রসার ঘটিয়ে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা, থাকবে না মাদক ও সন্ত্রাস, একদন্ত বাজারকে আরও সম্প্রসারন ও আধুনিকায়ন করে গড়ে তোলা হবে শহরে, তৈরি করা হবে বিনোদন কেন্দ্র এমনটাই বহু প্রত্যাশা আসন্ন ইউপি নির্বাচনে।

একদন্ত ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ইসমাইল সরদারের সুযোগ্য পুত্র লিয়াকত হোসেন আলাল। তিনি ঘোড়া প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। তবে আগামী ইউপি নির্বাচন নিয়ে কথা হয় স্বতস্ত্র প্রার্থী আলাল হোসেনর সাথে। তিনি জানান, তিনি তার বিপুল সংখ্যক কর্মী সর্মথকদের দাবী তারুণ্যের অহংকার যোগ্য সৎ প্রার্থী হিসাবে আলাল সরদারের পক্ষে গনযোয়ার সৃষ্টি হয়েছে। এবং সুষ্ট নির্বাচন হলে তার জয় নিশ্চিত বলে মনে করছেন তিনি।

আলাল সরদার জানান, তার পিতা চেয়ারম্যান থাকা কালীন সময়ে নানা প্রয়োজনে ইউনিয়নের সব এলাকার জনগনের সাথে তার ব্যাপক পরিচিত ও হৃদতা গড়ে ওঠে। তাই ইউনিয়ন বাসীর দাবী তিনি প্রার্থী হয়েছে। তার বক্তব্য দীর্ঘ দিনের ত্যাগি কর্মী হিসাবে আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকা তাদের প্রাপ্য ছিল। কিন্তু নৌকা না পেলেও সর্বস্তরের জনগনের চাপে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছে নির্বাচন করতে বাধ্য হয়েছেন। নির্বাচিত হলে তিনি সরকারের হাতকে শক্তিশালী করে এলাকার উন্নয়ন করবেন বলে জানান তিনি।

চেয়ারম্যান প্রার্থী আলাল হোসেন পিতা ইসমাইল হোসেন সরদার একদন্ত ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান হিসাবে নিরলস ভাবে জনগনের সেবা করে যাচ্ছেন। পিতার ধারাবাহিকতায় পুত্র আলাল সরদার নি:শ্বর্থভাবে জনগনের সেবার মানসিকতা নিয়ে বিপুল ভোটে চেয়ারম্যার পদে নির্বাচিত হতে চান। তাই তিনি একদন্ত ইউনিয়ন বাসির সবার ভোট ও দোয়া প্রার্থী।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।