শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে স্বাস্থ্য খাতের উন্নয়নের দাবিতে সড়ক অবরোধ

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ জুন, ২০২০

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

“বিনা পরীায়, বিনা অক্সিজেনে, বিনা চিকিৎসায় কোন মৃত্যু আমরা চাই না” শ্লোগানকে সামনে রেখে বরিশালে করোনা পরীক্ষায় দীর্ঘ সময় নেয়া, হয়রানী বন্ধ, পিসিআর ল্যাব বাড়িয়ে প্রতিদিন কমপে এক হাজার জনের টেস্ট, করোনা রোগি পরিবহনের জন্য বিশেষ এ্যাম্বুলেন্স সার্ভিস চালুসহ আট দফা বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচি ঘোষণা উপলক্ষে বুধবার বেলা এগারোটায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা। নগরীর ফকিরবাড়ি রোডের দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাসদ’র জেলার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। তিনি বলেন, দেশের আটটি বিভাগের মধ্যে করোনা চিকিৎসায় বরিশাল রয়েছে সর্ব নিন্মস্থানে। সরকারী তথ্য সূত্রে দেখা যায়, ঢাকায় করোনা পরীার জন্য ল্যাব ৩৮টি, চট্টগ্রামে নয়টি, সদ্যজাত বিভাগ রংপুর ও ময়মনসিংহে দুইটি।

 

অথচ বরিশাল বিভাগের ছয় জেলার কোটি মানুষের চিকিৎসা ভরসাস্থল বরিশাল শেবাচিম হাসপাতালে করোনার নমুনা পরীার জন্য পিসিআর ল্যাব মাত্র একটি। তিনি আরও বলেন, এই একটি ল্যাবেই রয়েছে নানা সমস্যা। এখানে দ টেকনোলজিস্ট না থাকার কারনে নমুনা পরীা করাতে গিয়ে রোগিরা প্রতিনিয়ত চরম হেনস্থার শিকার হচ্ছেন। এছাড়া করোনা রোগিদের জন্য নির্ধারিত শয্যার দিক থেকেও বিভাগীয় শহর বরিশাল সর্বনিন্মে রয়েছে। শেবাচিমের আইসিইউতে বেড রয়েছে মাত্র ১৮টি, বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র একজন। মনিষা চক্রবর্তি আরও বলেন, নগরী ও জেলায় সরকারি-আধাসরকারি ও বেসরকারি প্রায় ৩০টি কিনিক হাসপাতাল থাকার পরেও সেখানে করোনা রোগিদের চিকিৎসার কোন ব্যবস্থা নেই। সকলের একমাত্র ভরসা শেবাচিম হাসপাতাল। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বরিশালে স্বাস্থ্য খাতে রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসােেত্রর অপ্রতুলতা ফুটে উঠেছে।

 

অপরদিকে প্রশাসন, সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগের মধ্যে রয়েছে কাজের চরম সমন্বয়হীনতা। ফলে স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশনের প থেকে অদ্যাবধি করোনা রোগিদের জন্য কোন এ্যাম্বুলেন্স সেবা পর্যন্ত চালু করতে পারেনি। সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়, এসব দাবি দ্রুত বাস্তবায়নের জন্য আজ বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর সদররোডে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। জরুরি ভিত্তিতে এসব দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুশিয়ারী দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বাসদ’র জেলা শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।