পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের নির্বাচনী প্রচারণাকালে নৌকা প্রার্থী সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী সর্মতক সেলিম হোসেন(৩২) নামক ১জন নিহত হয়েছে, ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১৮ডিসেম্বর (শনিবার) বেলা একটার দিকে দেবোত্তর ইউনিয়নের রায়পুর গ্রামে। নিহত ব্যক্তি শ্রীকান্তপুর গ্রামের জমসেদ আলীর ছেলে। এলাকাবাসি সুষ্ঠবিচারের দাবিতে ওইদিন সন্ধায় লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করে, শ্রীকান্তপুর গ্রাম থেকে দেবোত্তর বাজার প্রদক্ষিণ করে এবং দেবোত্তর বাজার চৌ-রাস্তামোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষ দর্শীরা জানায়, ঐদিন শ্রীকান্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম শহীদুল্লাহ্ খান বাদশাহ এর ছেলে কেএম শাহীন সমর্থকরা রায়পুর গ্রামে পৌঁছালে নির্বাচনী প্রচারণাকালে নৌকার সমর্থকরা অর্তকিত হামলা চালায়। এসময় উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে নৌকার সর্মথকরা লাঠিশোঠা দিয়ে হামলা চালায়এবং বেধরক মারপিট করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় নৌকার প্রার্থী আবু হামিদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল সমর্থকরা বেধড়ক লাঠি শোঠা কিলঘুষি মেরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সেলিম হোসেন(৩২)নামক একজন পিটিয়ে গুরুতর আহত করলে সে মাটিয়ে লুটিয়ে পড়ে। পরে আহত অবস্থায় দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
আহতরা হলেন স্বতন্ত্র প্রাথী কেএম শাহীন (আনারস), মেম্বর প্রার্থী আব্দুল আওয়াল, সর্মথক জামাল হোসেন, জিয়াউর রহমান, রাকিব হোসেনসহ অনেকেই। এব্যাপারে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ঘটনাটি শুনেছি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এব্যাপারে নৌকার প্রার্থী আবু হামিদ মোহাম্মদ মোহাঈমিনুল হোসেন চঞ্চল জানান, এধরনের কোনো ঘটনা ঘটেনি। সে স্ট্রোক করে মারা গেছে।
#চলনবিলের আলো / আপন