সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের আয়োজনে ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
চতুর্থ ধাপের ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন অবাধ-সুষ্ঠু ও জবাবদিহি মুলক নির্বাচনের লক্ষ্যে এই উপজেলার ৭ টি ইউনিয়নে ভোট গ্রহণকারী পিজাইডিং ও সহকারী পিজাইডিং কর্মকর্তাদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
শনিবার (১৮ ডিসেম্বর)সকালে উপজেলার এসবিএম মহিলা কলেজের হলরুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের মধ্যে থেকে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা প্রশিক্ষণে অংশ নেন।
চৌহালী উপজেলার নির্বাহী অফিসার( ইউএনও)মো: আনিসুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো: শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন ,উপজেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান , চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার ও সিরাজগঞ্জ সদর নির্বাচন অফিসার আজিজার, বিআরডিবি অফিসার মোঃ আবুল কালাম আজাদ সহ নির্বাচন অফিসের কর্মকর্তা/ কর্মচারী বৃন্দ ৷
#চলনবিলের আলো / আপন