শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

করোনাকালের সুনাম নিয়েই বদলে যেতে চায় পুলিশ মাঠ পর্যায়ে আইজিপির পাঁচ বার্তা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ জুন, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

অনেকেই মনে করছেন করোনার হাত ধরেই মানবিক পুলিশ বাহিনীর নতুন যাত্রা শুরু হলো। করোনাকালে পুলিশ তার দায়িত্বের বাইরে গিয়ে এমন সব কাজে নিজেদের সম্পৃক্ত করেছে, যা অতীতে খুব একটা দেখা যায়নি। এটা করতে গিয়ে এ বাহিনীর সদস্যরা নিজেরা যেমন করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়েছেন, তেমনি পুলিশি সেবায় নতুন মাত্রায় যুক্ত হয়েছে। শুধু করোনাকালে নয়, পুলিশ মানবিক আচরণের যে নতুন ইতিহাস সূচনা করেছে তা আগামীতেও ধরে রাখতে চান বাহিনীর নীতি নির্ধারকরা। এ নিয়ে পাঁচটি বার্তা পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ মাঠ পর্যায়ের সব সদস্যের মাঝে পৌঁছে দিতে চান। এরই মধ্যে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝে এই বার্তা পৌঁছাতে ভিডিও কনফারেন্স শুরু করেছেন পুলিশ প্রধান। সর্বশেষ রোববার পুলিশের প্রায় সব ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন বেনজীর আহমেদ। সেখানে পুলিশ বাহিনী নিয়ে তার আগামীর পরিকল্পনা ও স্বপ্নের কথা তুলে ধরেন তিনি।

 

এ সময় মাঠের পুলিশ কর্মকর্তারা এই স্বপ্ন বাস্তবায়নে আইজিপিকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। একাধিক দায়িত্বশীল সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে। সংশ্নিষ্ট সূত্র জানায়, আইজিপির এই নির্দেশনা পরবর্তী সময়ে লিখিতভাবে সব ইউনিটে পাঠানো হবে। মাঠের পুলিশকে দেওয়া মহাপরিদর্শকের পাঁচ বার্তা হলো- দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ে তোলা, যে কোনো নির্মম নির্যাতন ও নিপীড়ন থেকে পুলিশ সদস্যদের দূরে থাকা, মাদকমুক্ত বাংলাদেশ গড়ায় পুলিশের জোরালো ভূমিকা রাখা, বিট পুলিশিংয়ের মধ্য দিয়ে পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছানো ও পুলিশের কল্যাণ নিশ্চিত করা। পাঁচ বার্তা মাঠের পুলিশ সদস্যদের কাছে পৌঁছানোর কারণ কী- এমন প্রশ্নে আইজিপি ড. বেনজীর আহমেদ গতকাল সমকালকে বলেন, রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের সরকারের নির্বাচনী ইশতেহারে পুলিশ এ সময় কোন অবস্থায় দেখতে চায় সেটা বলা আছে।

 

আমরা আধুনিক ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই। যাদের কাজ হবে জনগণের সেবা নিশ্চিত করা। সততার সঙ্গে যারা পেশাগত দায়িত্ব পালন করবে। পুলিশ মহাপরিদর্শক আরও বলেন, করোনাকালে এ দেশের মানুষ মানবিক ও কল্যাণমূলক পুলিশের একটি বহিঃপ্রকাশ দেখেছে। আমরা এ ধরনের পুলিশিং আগামীতে ধরে রাখতে চাই। আচরণে পুলিশকে এমন জায়গায় দেখতে চাই যারা অনেকের কাছে অনুকরণীয় হবে। এখন আমরা পাঁচটি বিষয় সামনে রেখে মাঠের পুলিশকে বার্তা দিচ্ছি। এটা বাস্তবায়ন হলে নতুন লক্ষ্য ঠিক করা হবে। থানাকে কীভাবে শতভাগ সেবামুখী করা যায় সেটি নিয়েও অনেক পরিকল্পনা আছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।